বিমানের সিটের নিচে মিলল কোটি টাকার সোনা

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৯, ১১:২১
ফাইল ছবি

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে কোটি টাকা মূল্যের ২০টি সোনার বার জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল আটটায় বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ নম্বর ফ্লাইটের সিটের নিচ থেকে এসব সোনা জব্দ করা হয়।

বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার আহসান উল্লাহ জানান, সকালে ফ্লাইটটি সিলেট পৌঁছলে সেখানে তল্লাশি চালায় কাস্টমস কর্মকর্তারা। এ সময় একটি সিটের নিচ থেকে স্কচস্টেপে মোড়ানো দুই কেজি ৩০০ গ্রাম ওজনের ২০টি সোনার বার জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

জব্দ করা এসব সোনার মূল্য প্রায় এক কোটি ১৫ লাখ টাকা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা।

ঢাকাটাইমস/২৩এপ্রিল/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :