ফের আন্দোলনে ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
| আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১৭:০০ | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৯, ১২:১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভূক্ত হওয়া রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে ফের আন্দোলনে নেমেছেন। পরীক্ষার ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফল প্রকাশসহ বিভিন্ন দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তাদের এ আন্দোলন।

মঙ্গলবার সকালে ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধনের মাধ্যমে তারা আন্দোলন শুরু করেন। পরে নিউ মার্কেট সন্নিহিত নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগন দিচ্ছেন তারা। এতে করে রাজধানীর ব্যস্ততম সড়কটিতে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে।

শিক্ষার্থীরা বলছেন, রাজধানীর সরকারি সাত কলেজকে ঢাবির অধিভূক্ত করার পর থেকেই ভোগান্তিতে পড়েছেন তারা। এই সাত কলেজে রয়েছেন প্রায় দুই লাখ শিক্ষার্থী। এর আগেও তারা বেশ কয়েকবার নানান অনিয়মের অভিযোগে আন্দোলনে নামনে। তবে সমস্যার সমাধান না হওয়ায় তারা আবার আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

তাদের অভিযোগ, সময়মত পরীক্ষা না নেওয়া, রেজাল্ট প্রকাশে সাত থেেেক আট মাস বিলম্ব, বিনা নোটিশে নতুন নিয়ম কার্যকর, একই বিষয়ে গণহারে ফেল, খাতার সঠিক মূল্যায়ন না হওয়া, সিলেবাস বহির্ভূত প্রশ্নপদ্ধতির ফলে তারা সমস্যায় পড়েছেন।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- ১. পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফলাফল প্রকাশসহ একটি বর্ষের সকল বিভাগের ফলাফল একত্রে প্রকাশ করতে হবে। ২. ডিগ্রি, অনার্স, মাস্টার্স সকল বর্ষের ফলাফল গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ খাতার পুনর্মূল্যায়ন করতে হবে। ৩. সাত কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন। ৪. প্রতিমাসে প্রত্যেকটা বিভাগে প্রতি কলেজে দুইদিন করে মোট ১৪ দিন ঢাবির শিক্ষকদের ক্লাস নিতে হবে এবং সেশনজট নিরসনের লক্ষ্যে অ্যাকাডেমিক ক্যালেণ্ডার প্রকাশসহ ক্রাশ প্রোগ্রাম চালু করা।

ঢাকাটাইমস/২৩এপ্রিল/ডিএম

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সেবা প্রদানে নির্দেশ উপাচার্যের

বরিশালে ভিবিডির 'হিটস্ট্রোক প্রতিরোধ ও সচেতনতা' বিষয়ক ক্যাম্পেইন

সনদ জালিয়াতি: কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে অব্যাহতি

এই বিভাগের সব খবর

শিরোনাম :