তানবীর-নাঈমের দুর্দান্ত সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১৩:৩০ | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৯, ১৩:২৯

ডিপিএলের শিরোপা নির্ধারণী রাউন্ডে আজ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে সেঞ্চুরি করেছেন লেজেন্ডস অব রূপগঞ্জের মোহাম্মদ নাঈম। ১৩০ বলে ১৩৬ রান করেছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে নাঈমের এটি তৃতীয় সেঞ্চুরি। মিরপুরে প্রথমে ব্যাট করতে নেমে নাঈমের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৪ ‍উইকেটে ৩২৭ রান সংগ্রহ করেছে রূপগঞ্জ।

অন্যদিকে, বিকেএসপির তিন নম্বর মাঠে আবাহনী লিমিটেডর বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের তানবীর হায়দার। ১১৫ বলে ১৩২ রান করে অপরাজিত থাকেন তিনি। এই ইনিংস খেলার পথে তিনি দশটি চার মারেন ও ছয়টি ছক্কা হাঁকান। লিস্ট ‘এ’ ক্রিকেটে তানবীরের এটি প্রথম সেঞ্চুরি। প্রথমে ব্যাট করতে নেমে তানবীরের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৭ রান করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। অন্যদিকে, আবাহনী লিমিটেডের হয়ে খেলা মাশরাফি বিন মর্তুজা নিয়েছেন চারটি উইকেট।

আজই নির্ধারণ হবে কোন দল এবার শিরোপা জিতবে। আর আজ পর্দা নামবে এবারের ডিপিএলের। শিরোপা জয়ের দৌঁড়ে এগিয়ে আছে আবাহনী লিমিটেড ও লেজেন্ডস অব রূপগঞ্জ। দুই দলেরই পয়েন্ট ২৪ করে। তবে নেট রানরেটের হিসাবে এখনো এগিয়ে আছে আবাহনী।

আজ যদি রূপগঞ্জ জিতে যায় এবং আবাহনী হারে তাহলে শিরোপা উঠবে রূপগঞ্জের ঘরে। আবার যদি রূপগঞ্জ হারে এবং আবাহনী জিতে যায় তাহলে আবাহনী অন্য কোনো হিসাব নিকাশ ছাড়াই শিরোপা জিতে নিবে। দুই দলই জিতলে নেট রান রেটের বিবেচনায় যারা এগিয়ে থাকবে তারা শিরোপা জিতবে

(ঢাকাটাইমস/২৩ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :