উল্লাপাড়ায় কাভার্ডভ্যান খাদে, পথচারী নিহত

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৯, ১৪:০০

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিবেদক
ফাইল ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রহিম মন্ডল নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাতটায় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ফুলজোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও পাঁচ পথচারী আহত হয়েছেন।

নিহত রহিম মন্ডল সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের আলোকদিয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে। তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

আহতরা হলেন এরান্দহ গ্রামের গোলাম মোস্তফা, আব্দুল মমিন, হাকিম মন্ডলের স্ত্রী তাসলিমা, তার মেয়ে জাকিয়া ও রুকাইয়া। তাদের প্রথমে সিরাজগঞ্জ এবং পরে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, ‘মঙ্গলবার সকাল সাতটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ফুলজোড় এলাকায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে বাসের জন্য দাড়িয়ে থাকা পথচারীদের ধাক্কা মেরে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই রহিম মন্ডলের মৃত্যু হয়। আহত হয় আরও পাঁচজন। ক্যাভার্ডভ্যানের চালক ও সহকারী পালিয়ে গেছে। গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।’

ঢাকাটাইমস/২৩এপ্রিল/এএইচ