শিক্ষার্থীদের খেলাধুলায়ও এগিয়ে যেতে হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৯, ১৬:৫৩

চাঁদপুর প্রতিবেদক, ঢাকাটাইমস

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, খেলাধুলার মধ্য দিয়ে মাদক, ইভটিজিংসহ বিভিন্ন অপকর্ম থেকে যুবসমাজকে দূরে রাখা সম্ভব। চাঁদপুরে খেলাধুলার অনেক ঐতিহ্য রয়েছে। তাই উচ্চ শিক্ষার পাশাপাশি খেলাধুলায়ও এগিয়ে যেতে হবে।

মঙ্গলবার বেলা ১১টায় চাঁদপুর স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী ২০২০ সালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শতবর্ষ জন্মবার্ষিকী পালন করা হবে। নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে সারাবিশ্বে এই জন্মবার্ষিকী পালন হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু।

এবারের ক্রিকেট লিগে চাঁদপুর জেলার আটটি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় পাইওনিয়ার ক্লাব বনাম ইয়ুথ ক্লাব অংশগ্রহণ করে।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/জেবি)