‘দেশে থাকলে প্রবাসীরাও ভোটার হবেন’

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৯, ১৭:০৩

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলাকালে যেসব প্রবাসী দেশে থাকবেন তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম কবিতা খানম। প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

মঙ্গলবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন বেগম কবিতা খানম।

সিলেট জেলায় তিনটি, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জে দুটি করে উপজেলায় প্রথম ধাপে শুরু হয়েছে এ কার্যক্রম। পর্যায়ক্রমে বাকি ৩১টি উপজেলায় এ কাজ শুরু হবে।

নির্বাচন কমিশনার কবিতা খানম একটি নির্ভুল তালিকা তৈরির প্রতি গুরুত্বারোপ করেছেন। এজন্য মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সচেতনতার সঙ্গে তথ্য সংগ্রহ করতে নির্দেশ দিয়েছেন তিনি।

কবিতা খানম বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদকালে কোনো প্রবাসী দেশে অবস্থান করলে তাদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।’

বিশ্বের বিভিন্ন স্থানে থাকা প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান নির্বাচন কমিশনার।

অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন, সিলেটের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মীর মাহবুবুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম, সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এমএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :