নারায়ণগঞ্জে চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৯, ১৭:০৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি চাঁদাবাজি মামলায় সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম ওরফে ছোট নজরুলকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি সাংসদ শামীম ওসমানের কর্মী হিসেবে পরিচিত।

মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নজরুলকে গ্রেপ্তার করে পুলিশ।

তাকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের পরিদর্শক গিয়াসউদ্দিন জানান, নজরুলের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, মডার্ন গ্রুপ অব কোম্পানি নামে একটি কোম্পানির ল্যান্ড এক্সিকিউটিভ আজমত আলী বাদী হয়ে ২২ এপ্রিল সোমবার রাত ৯টায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি চাঁদাবাজি মামলাটি দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, তাদের ক্রয়কৃত জমি তাজ জুট মিলে কাজ করতে গেলে তাদের কাছ থেকে নজরুল, তার ছোট ভাই জহির ও তাদের সহযোগী খালেক ওরফে জামাই খালেক এক কোটি টাকা চাঁদা দাবি করেন।

মামলায় নজরুলের ভাই জহিরুল ইসলাম, সহযোগী আব্দুল খালেক ওরফে জামাই খালেককেও আসামি করা হয়। নজরুলের ভাই জহিরুল শিমরাইল ট্রাক স্টান্ডে চাঁদাবাজিকালে ইতিপূর্বে র‌্যাব-১১ এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :