শিক্ষিকা লাঞ্ছনায় ছাত্রলীগ নেতার দশদিনের কারাদণ্ড

ময়মনসিংহ প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৯, ১৭:২২

ময়মনসিংহের মুক্তাগাছায় স্কুলশিক্ষিকাকে ইচ্ছাকৃতভাবে মোটরসাইকেলে ধাক্কা ও রাস্তায় দাঁড় করিয়ে লাঞ্ছিত করার দায়ে ছাত্রলীগ নেতা মমিনুল ইসলামকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত মমিন মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

সোমবার রাত সাড়ে ১১টায় অভিযান চালিয়ে শহরের বড়হিস্যা বাজারের কালীমন্দিরের সামনে থেকে মমিনকে গ্রেফতার করে মুক্তাগাছা থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা সরকার তাকে দশদিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়ে দেন।

ইউএনও সুবর্ণা সরকার জানান, এনএন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আইনুন নেছা তার সন্তানকে স্কুলে দিয়ে ফেরার সময় গত বুধবার ১৭ এপ্রিল ওই ছাত্রলীগ নেতা তার শরীরে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেন এবং তাকে আধঘন্টা রাস্তায় দাঁড় করিয়ে রেখে হয়রানি করেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আরও একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/প্রতিবেদক/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :