বিএমডিসিতে নির্বাচিত হলেন বিএসএমএমইউয়ের সহিদুল্লা ও জুলফিকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৯, ২০:২১

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দুজন চিকিৎসক নির্বাচিত হয়েছেন। বিএসএমএমইউয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ সহিদুল্লা ও সার্জারি অনুষদের ডিন জুলফিকার রহমান খান বিএসএমএমইউয়ের শিক্ষকদের ভোটে নির্বাচিত হন।

মঙ্গলবার বিএসএমএমইউয়ের ডা. মিল্টন হলে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত অনুষ্ঠিত শিক্ষক প্রতিনিধি নির্বাচনে মোট ১৮৩ জন ভোটারের মধ্যে ১৭৪ জন ভোটার ভোট দেন। প্রত্যেক ভোটার দুটি করে ভোট দেন। মোট চারজন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা পেয়েছেন ১১৭ ভোট, অধ্যাপক জুলফিকার রহমান খান পেয়েছেন ১০২ ভোট, অধ্যাপক হারিসুল হক পেয়েছেন ৬৪ ভোট এবং সহযোগী অধ্যাপক এটিএম আমান উল্যাহ পেয়েছেন ৬২ ভোট।

মঙ্গলবার সকালে নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন বিএসএমএমইউয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া।

বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (শিক্ষা) সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমান নির্বাচন কার্যক্রম অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিএসএমএমইউয়ের রেজিস্ট্রার অধ্যাপক এ বি এম আব্দুল হান্নান এবং প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন পরীক্ষা নিয়ন্ত্রক ইফতেখার আলম, নির্বাচন কমিশনারের সদস্য সচিব ছিলেন উপ-রেজিস্ট্রার মুহাম্মদ সালাহ উদ্দিন সিদ্দিক।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

কেন বিপজ্জনক হয়ে উঠেছিল অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ

এই বিভাগের সব খবর

শিরোনাম :