ফায়ার সার্ভিসকে ‘ফাঁকি’ দিয়ে তিন বাড়িতে দুর্বৃত্তদের আগুন

বরগুনা প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৯, ২০:২৬

বরগুনায় একই এলাকায় দুর্বৃত্তের দেয়া পৃথক আগুনে পুড়েছে কয়েক ব্যক্তির বসতঘর, রান্না ঘর এবং গোয়াল ঘর। আগুনে পুড়ে মরেছে একটি গরু।

সোমবার রাত আড়াইটার দিকে বরগুনার সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের ধুপতী ও ভুতমারা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার রাত আড়াইটার দিকে ভুতমারা এলাকার সঞ্জীব দাসের রান্না ঘরে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা একত্রিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকেন। এ সময় ধুপতী এলাকায় আরেকটি ঘরে অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিস কর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণের জন্য গেলে ২০ মিনিটের ব্যবধানের একই এলাকার ইন্দ্রোজীতের রান্না ঘরে অগ্নিসংযোগ করা হয়। এরকম করে আরো একটি বসত ঘর ও একটি গোয়াল ঘরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে মারা যায় একটি গরু।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আরিফ হোসেন জানান, ‘আমারা ধুপতী এবং ভুতমারা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। স্থানীয়দের সঙ্গে নিয়ে এ ঘটনা তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

ঢাকাটাইমস/২৩এপ্রিল/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :