শঙ্কামুক্ত নন শেখ সেলিমের জামাতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৯, ২০:২৮
স্ত্রী ও ছেলের সঙ্গে মশিউল হক চৌধুরী

শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় আহত হয়ে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের মেয়ের জামাতা মশিউল হক চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন।

শেখ ফজলুল করিম সেলিম নিজেই সাংবাদিকদের জানিয়েছেন এই তথ্য। মঙ্গলবার সকালে বনানীর জানাজার মাঠ দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেলিম। বোমা হামলায় নিহত তার নাতি জায়ান চৌধুরীর মরদেহ আগামীকাল দেশে আসবে এবং বনানী মাঠে জানাজা হবে।

জামাতার শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে গিয়ে সেলিম বলেন, তার অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। তাকে অস্ত্রোপচার করা হয়েছে।

এদিকে শেখ সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ জানান, শ্রীলংকায় বোমা হামলায় নিহত জায়ানের মরদেহ বুধবার বেলা ১টায় ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হবে। সেখান থেকে লাশ বনানীর বাসায় আনা হবে এবং বাদ আসর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

ইস্টার সানডের প্রার্থনার মধ্যে গত রবিবার গির্জা ও হোটেল মিলিয়ে আটটি স্থানে বোমা হামলায় রক্তাক্ত হয় শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। হামলায় তিন শতাধিক মানুষ মারা যায়। তার মধ্যে শেখ সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়ার ছেলে জায়ান চৌধুরীও আছে।

দুই ছেলে ও স্বামীকে নিয়ে শ্রীলঙ্কায় ঘুরতে যাওয়া আমেনা সুলতানা দেশটির একটি পাঁচতারকা হোটেলে ছিলেন। হামলার সময় শেখ আমেনা ছোট ছেলে জোহানকে নিয়ে হোটেলটিতে তাদের কক্ষে ছিলেন। আর নিচতলার একটি রেস্তোরাঁয় সকালের নাস্তা করতে গিয়েছিলেন আমেনার স্বামী মশিউল হক চৌধুরী ও তাদের বড় ছেলে জায়ান চৌধুরী। বোমা হামলায় মশিউল আহত হন এবং ছেলে জায়ান নিখোঁজ হয়। পরে জায়ানের মৃত্যু খবর আসে।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :