নতুন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানালেন পিরোজপুরের জেলেরা

পিরোজপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৯, ২১:৫৮

জেলেদের ওপর নতুন করে আরোপিত ৬৫ দিন (৩রা জৈষ্ঠ-১০ শ্রাবন পর্যন্ত) ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছেন পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলে ও ট্রলার মালিকরা।

মঙ্গলবার সকালে মঠবাড়িয়ার তুষখালী ফিশিং ট্রলার মালিক সমিতির উদ্যোগে তুষখালী মাছ বাজার সম্মুখ সড়কে প্রায় পাঁচ শতাধিক জেলে ও ট্রলার মালিকরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, তুষখালী ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. ছগির মিয়া, সাধারণ সম্পাদক একরাম হাওলাদার, বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সহ-সভাপতি জহিরুল হক চিনু, ট্রলার মালিক জয়নাল আবেদীন খান ও হালিম পেশকার প্রমুখ।

বক্তারা বলেন, জৈষ্ঠ থেকে আশ্বিন পর্যন্ত ৫ মাস পর্যন্ত ইলিশ ধরার মৌসুম। এ সময় ৬৫ দিন নদীতে ইলিশ মাছ ধরা বন্ধ থাকলে উপকূলী এলাকার ট্রলার মালিক ও জেলে সম্প্রদায় ভীষণ ক্ষতির সম্মুখীন হবে। জেলেরা এ পেশা ছেড়ে দিতে বাধ্য হবে। তাই এ নিষেধাজ্ঞা তুলে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

ঢাকাটাইমস/২৩এপ্রিল/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :