মিয়ানমারে ভূমিধসে নিহত ৫০

প্রকাশ | ২৪ এপ্রিল ২০১৯, ১২:২৩ | আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ১২:২৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

মিয়ানমারে ভূমিধসে অন্তত ৫০ জন নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের কাচিন প্রদেশে জেড খনিতে এ প্রাণহানির ঘটনা ঘটেছে। এ সময় খনিতে ঘুমিয়ে থাকা শ্রমিকরা ভূমিধসে চাপা পড়ে প্রাণ হারায়। দরিদ্র্য কবলিত কাচিন রাজ্যের হপকান্ত এলাকায় দেশটির প্রধান পান্না খনি অবস্থিত। চীন সীমান্ত লাগোয়া কাচিনের এই অঞ্চলটিতে বিশ্বের সর্বোৎকৃষ্ট পান্না পাওয়া যায়।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে উত্তরাঞ্চলের কাচিনের হপকান্ত শহরের ম উন কালায় গ্রামে জেড খনিতে ভূমিধসের ঘটনা ঘটে। পুরনো একটি খনিতে কাদা পানির একটি পুকুরের পাড় ভেঙে পড়লে খনিতে ধস শুরু হয়।

স্থানীয় কর্মকর্তারা জানান, দুটি প্রাইভেট কোম্পানির অন্তত ৫৪ জন কর্মচারী খনির বর্জ্যের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। এতে ৪০টি মেশিন ও অন্যান্য যানবাহনও চাপা পড়েছে।

ঢাকা টাইমস/২৪এপ্রিল/একে