জবির পরিবহনে যোগ হলো নতুন তিন বাস

প্রকাশ | ২৪ এপ্রিল ২০১৯, ১৮:২৭

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন ব্যবস্থায় যোগ হয়েছে নতুন তিনটি বাস। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে এ বাসগুলো কেনা হয়।

বুধবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বাস উদ্বোধন করে পরিবহন প্রশাসক আবদুল্লাহ আল মাসুদের কাছে চাবি হস্তান্তর করেন।

মীজানুর রহমান বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়েল শিক্ষার্থীরা নানা সংকটের মধ্যদিয়ে তাদের শিক্ষা জীবন অতিহাহিত করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদাই শিক্ষার্থীদের সংকটা নিরসনের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। শিক্ষার্থীদের পরিবহন সংকট দূর করতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে টাটা কোম্পানির ৫২ সিটের বাসগুলো কেনা হয়েছে। শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ি রোড নির্ধারণ করে গাড়িগুলো শিক্ষার্থীদের ব্যবহারের জন্য দেয়া হবে। এতে শিক্ষার্থীদের পরিবহন সংকট অনেকটাই লাগঘ হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূর মোহাম্মদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তারা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/আইএইচ/ইএস)