বহিরাগতের ছুরিকাঘাতে স্কুলছাত্র জখম

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০১৯, ২০:১৪

তুচ্ছ ঘটনা নিয়ে ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রকে ছুরিকাঘাত করেছে তার সহপাঠী ও বহিরাগতরা। বুধবার সকালে ওই বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

রাহুল বালক বিদ্যালয়ের প্রভাতী শাখার ছাত্র। সে শহরের পাগলা কানাই এলাকার ডা. রতন কুমার হুড়’র ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রাতুলের সাথে সহপাঠী ত্বাঈনের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে ত্বাঈন বহিরাগত নয়ন, খালিদ হাসান ও রাকিব রহমান নামে বহিরাগতদের ডেকে আনে। তারা রাতুলকে মারধর করতে গেলে রাহুল তাদের বাধা দেয়। একপর্যায়ে তারা রাহুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে সদর হাসাপাতালে ভর্তি করা হয়।

সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/টিএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :