‘মিয়ার বেটা’ জাহিদ হাসান

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১০:৫০ | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০১৯, ২১:১১

কেরিয়ারে নানা বৈচিত্রময় চরিত্রে দেখা গেছে অভিনেতা জাহিদ হাসানকে। এবার তিনি টিভির পর্দায় আসছেন ‘মিয়ার বেটা’ হয়ে। রোজার ঈদের জন্য নির্মিত হচ্ছে সাত পর্বের এই ধারাবাহিক নাটকটি। সম্প্রতি পূবাইলে নাটকটির শুটিং শুরু হয়েছে।

‘মিয়ার বেটা’ রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। পরিচালনা করছেন সোহেল রানা ইমন। নাটকে মিয়ার বেটা চরিত্রে রয়েছেন জাহিদ হাসান। সম্ভ্রান্ত মিয়াবাড়ির একমাত্র বংশধর এই মিয়ার বেটা। ডাকনাম বাদল। তার কাজ হচ্ছে দুর্নীতিবাজ, অন্যায়কারী ও প্রতারণাকারীকে উচিৎ শিক্ষা দেয়া।

নাটকের গল্প সম্পর্কে নাট্যকার শফিকুর রহমান শান্তনু ঢাকা টাইমসকে বলেন, ‘হাসি, মজা, উত্তেজনা ও বুদ্ধিমিশ্রিত উচিৎ শিক্ষার মধ্যদিয়ে ইভটিজিং, চুরি-ডাকাতিসহ বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান করেন মিয়ার বেটা। তার মাধ্যমেই এক আদর্শ গ্রামীণ জীবনের প্রাণবন্ত রূপ ফুটে ওঠবে ‘মিয়ার বেটা’তে।’

খুব সংক্ষেপে পরিচালক সোহেল রানা ইমন বলেন, ‘নাটকের গল্পটি ভিন্নধর্মী ও চমকপ্রদ। তাই নির্মাণে আগ্রহী হয়েছি।’

‘মিয়ার বেটা’র বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে সালহা খানম নাদিয়া, ফজলুর রহমান বাবু, সুদীপ দে, বড়দা মিঠু ও জামিলসহ আরও অনেককে। ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার করা হবে।

ঢাকাটাইমস/২৫এপ্রিল/এলএ/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :