পূর্বধলায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশ | ২৪ এপ্রিল ২০১৯, ২২:০০

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার বুধবার নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ইউএসএআইডির বাস্তবায়নাধীন উন্নয়ন কর্মসূচি পরিদর্শন করেছেন।

ইউএসএআইডির কৃষি ও খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় বিএইউ-এসটিআর ড্রয়ার (ধান শুকানো) যন্ত্র নির্মাণ পরিদর্শন করেন তিনি।

উপজেলার শ্যামগঞ্জ বাজারে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যন্ত্রটি নির্মাণ করা হচ্ছে। ইউএসএআইডির উন্নয়ন কর্মসূচি কৃষি উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদারে কীভাবে প্রভাব ফেলছে সে সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে অবহিত হন মার্কিন রাষ্ট্রদূত।

এ সময় তার সঙ্গে ছিলেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চয়ন কুমার সাহা, ড. মো. মুঞ্জুরুল আলম, পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নমিতা দে, নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাজাহান মিয়া, পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান, পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এলএ)