ডার্বি জিতে শীর্ষে ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ০৯:৩০ | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০১৯, ০৯:২৬

প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে বার্নার্দো সিলভা ও লিরয় সেনের গোলে ২-০ ব্যবধানে ম্যানচেস্টার ডার্বি জিতে নিল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ জয়ের ফলে লিভারপুলকে ১ পয়েন্ট পিছনে ফেলে ফের প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে চলে এলো পেপ গুয়ার্দিওলার ছেলেরা। যার অর্থ শেষ তিন ম্যাচ জিতলেই টানা দ্বিতীয়বারের জন্য প্রিমিয়ার লিগ শিরোপা উঠবে স্কাই ব্লুজদের হাতে।

এভারটনের কাছে ০-৪ গোলে বিধ্বস্ত হওয়া একাদশে এদিন পাঁচ-পাঁচটি পরিবর্তন এনে ডার্বিতে অভিযান শুরু করেন সুলশার। ম্যানইউ ফুটবলারদের বাড়তি উদ্যম প্রথমার্ধে বেশ কিছু গোলের সুযোগও এনে দেয়। কিন্তু ফিনিশিংয়ে দক্ষতার অভাব, সর্বোপরি বিপক্ষ গোলরক্ষকের তৎপরতায় গোলের দেখা পায়নি রেড ডেভিলসরা।

বিরতির কিছুটা আগে থেকেই ম্যাচে নিয়ন্ত্রণ দখল করে ম্যানসিটি। প্রথমার্ধে সিলভার বাঁ-পায়ের ভলি কিংবা গোলের খুব কাছ থেকে স্টার্লিংয়ের সহজ সুযোগ ডি গিয়ার দস্তানায় প্রতিহত হয়। সবমিলিয়ে প্রথমার্ধে গোল করতে ব্যর্থ হয় দুই চির প্রতিদ্বন্দ্বী।

৫৪ মিনিটে গুন্দোয়ানের বল ধরে বক্সের মধ্যে বার্নার্দো সিলভার বাঁ-পায়ের শট ম্যানইউয়ের স্প্যানিশ গোলরক্ষককে পরাস্থ করে ঢুকে যায় গোলে। গোল পেয়ে ব্যবধান বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে সার্জিও আগুয়েরোর দূরপাল্লার শট পোস্টে লেগে বাইরে চলে যায়। যদিও দ্বিতীয় গোল পেতে বেশি সময় নেয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৬৬ মিনিটে রহিম স্টার্লিংয়ের বাড়ানো বল থেকে বাঁ-পায়ের জোরালো শটে ডি গিয়াকে পরাস্থ করে স্কোরলাইন ২-০ করেন লিরয় সেন।

বাকি সময়ে স্কোরলাইনে কোনো পরিবর্তন না হওয়ায় ২-০ গোলে জিতেই মাঠ ছাড়ে গুয়ার্দিওলার ছেলেরা। একইসঙ্গে ১ পয়েন্ট এগিয়ে থেকে লিগ টেবিলে ফের শীর্ষস্থান দখল করে নেয় তারা। ৩৫ ম্যাচ থেকে সিটির সংগ্রহ ৮৯ পয়েন্ট। অন্যদিকে খারাপ সময় অব্যাহত ম্যানইউয়ের। এভারটনের পর ডার্বি হেরে লিগে প্রথম চারে শেষ করার বিষয়টি বড়সড় প্রশ্নচিহ্নের মুখে। ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে তারা। ৩৫ ম্যাচ থেকে ৬৭ পয়েন্ট নিয়ে চারে চেলসি।

(ঢাকাটাইমস/২৫ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :