কানাডিয়ান ইউনিভার্সিটিতে বিশ্ব বই দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০১৯, ০৯:৪২

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে বিশ্ব বই দিবস-২০১৯ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়।

কানাডিয়ান ইউনিভার্সিটির সাজেদা চৌধুরী লাইব্রেরি আয়োজিত শোভাযাত্রাটি বনানীর ১১ নম্বর সড়ক প্রদক্ষিণ করে আবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মাহফুজুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ শেখ মোজাফ্ফর হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বাহাউদ্দিন মুহাম্মদ ইসা, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

উল্লেখ্য, ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৫ সাল থেকে প্রতিবছরের ২৩ এপ্রিল বই দিবস পালন করা হয়ে থাকে। বই দিবসের মূল উদ্দেশ্য হলো, বই পড়া, বই ছাপানো, বইয়ের কপিরাইট সংরক্ষণ করা ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বাড়ানো।

ঢাকাটাইমস/২৫এপ্রিল/এমআর

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :