‘বিশ্বকাপ কোনো দলের জন্য সহজ হবে না’

প্রকাশ | ২৫ এপ্রিল ২০১৯, ১০:৪৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

মাস খানেক পরই ইংল্যান্ডে শুরু হতে চলেছে বিশ্বকাপ ক্রিকেট। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, এবারের বিশ্বকাপ আগের বিশ্বকাপগুলোর তুলনায় জমবে ভালো। লড়াই হবে হাড্ডাহাড্ডি। তাই এবারের বিশ্বকাপ কোনো দলের জন্য মোটেও সহজ হবে না বলে মনে করছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

এবারের ক্রিকেট বিশ্বকাপে দশটি দল রাউন্ড রবিন লিগ ফরম্যাটে খেলার পর সেরা চারটি দল সেমিফাইনালে খেলবে। সৌরভ গাঙ্গুলীর মতে, ‘এবারের বিশ্বকাপ আমার মনে হয় সবদিক থেকে সেরা ফরম্যাট। সেরা চারটি দল সেমিফাইনালে যাবে। আর সেরা দলের সঙ্গে খেলে। কোনো সহজ খেলা নেই।’

সেমিফাইনালের চারটি দল এখন থেকে বলা কঠিন বলেই মনে করছেন গাঙ্গুলী। এই প্রসঙ্গে সৌরভ বলেছেন, ‘সেমিফাইনালে কোন চার দল খেলবে সে সম্পর্কে বলা কঠিন। প্রত্যেকটি দল খুব ভালো। অস্ট্রেলিয়া শক্তিশালী, ওয়েস্ট ইন্ডিজ আগের থেকে শক্তিশালী, ইন্ডিয়া স্ট্রং, প্রত্যেকটা দল লড়াই করবে। এবারের বিশ্বকাপ কোনো দলের জন্যই সহজ হবে না।’

নিজের দেশ নিয়ে সৌরভ গাঙ্গুলী বলেছেন, ‘বিশ্বকাপে ইন্ডিয়া ফেভারিট। ক্রিকেটের যেকোনো টুর্নামেন্টে টিম ইন্ডিয়া সবসময়ই ফেভারিট এবং স্ট্রং টিম। গত ২০ বছর ধরে ভারতের পারফরম্যান্স সেই কথাই বলছে। তাই ভারত তো ফেভারিট থাকবেই। ভারত সেমিফাইনাল এবং ফাইনাল খেলবে! বিশ্ব জয়ের অন্যতম দাবিদার।’

(ঢাকাটাইমস/২৫ এপ্রিল/এসইউএল)