ইউপি সদস্যের বিরুদ্ধে দুই রিকশাচালককে পেটানোর অভিযোগ

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০১৯, ১৯:৪৯

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গরু চোর সন্দেহে দুই রিকশাচালককে বেধড়ক পিটিয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য। গরু চুরির মামলায় ওই দুই যুবক বর্তমানে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হাজত বাস করছেন। উপজেলার উস্তি ইউনিয়নের বড় গ্রামে ১৩ এপ্রিল এ ঘটনা ঘটে। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে ওই মারপিটের একটি ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ওই ভিডিও দেখে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

মারধরের শিকার ওই দুই যুবক হলেন- উপজেলার বড় গ্রামের অটোরিকশাচালক বাদল মিয়া ও কুমিল্লার হিমেল মিয়া।

ভাইরাল হওয়া ভিডিওতে উপজেলার উস্তি ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কাশেম তাদের ‘গরু চোর’ বলে মারধর করতে দেখা যায়।

এ ব্যাপারে ইউপি সদস্য কাশেম বলেন, ‘গত ১৩ এপ্রিল ভোরে ওই দুই যুবককে গরুসহ আটক করে লোকজন। বিক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দিয়ে আমার কাছে নিয়ে আসে। আমি যেহেতু জনপ্রতিনিধি, তাই জনগণকে শান্ত করতে সে সময় ওদের কয়েকটা চড়থাপ্পড় দিয়েছি। ভিডিওতে যা দেখা যাচ্ছে- ততটা আমি করিনি। ইউপি নির্বাচনের সময় পক্ষ না নেয়ায় ক্ষোভের বশবর্তী হয়ে বাদল ও হিমেলকে মারধর করা হয়েছে বলে যে অভিযোগ আছে সে ব্যাপারে জানতে চাইলে ইউপি সদস্য বলেন, সব ভুয়া কথা।’

উস্তি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম তোতা মিয়া কাশেমের মারধরের ঘটনা নিশ্চিত করে বলেন, ‘কাশেম মেম্বার সরকারি দলের সক্রিয় কর্মী ও প্রতিবাদী। হয়তো জনগণকে শান্ত করার জন্য ওই দুজনকে মারধর করেছেন কাশেম। তবে এতটা মারধর করা ঠিক হয়নি। আমি ভিডিওটা দেখেছি।’

অন্যদিকে পিটুনির ঘটনায় বাদলের স্ত্রী রাবেয়া আক্তার বৃহস্পতিবার গফরগাঁওয়ের পাগলা থানায় মামলা করেছেন। এতে কাশেমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা তিনজনকে আসামি করা হয়েছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমান বলেন, ‘ওই দুই যুবককে মারধর করে গরু চোর হিসেবে পুলিশের কাছে সোপর্দ করেন আবুল কাশেম। গরু চুরির মামলায় আদালতের মাধ্যমে তাদের চালান করা হয়। তারা বর্তমানে কারাগারে রয়েছে।

তাদের নামে এর আগে থানায় গরু চুরির আর কোনো মামলা পাওয়া যায়নি। মারধরের ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও ওসি জানান।’

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :