মাদারীপুরে এইচএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০১৯, ২০:৩০

পূর্বশত্রুতার জের ধরে মাদারীপুর সদর উপজেলার তাঁতীবাড়ি এলাকায় এইচএসসি পরীক্ষার্থী শামীম শরীফকে পিটিয়ে মারাত্মক জখম করেছেন প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীর মা শারমিন বেগম মামলা করেছেন।

এদিকে পরীক্ষার্থীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় বাকি পরীক্ষায় অংশ নেয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সিকি নওহাটা গ্রামের কামাল শরীফের ছেলে এবারে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার্থী শামীম শরীফ বুধবার দুপুরে পরীক্ষা দিয়ে অটোভ্যান যোগে বাড়ি ফিরছিলেন। এসময় অটোভ্যানটি তাঁতীবাড়ি এলাকায় আসলে ওৎ পেতে থাকা একই গ্রামের প্রতিপক্ষ মাজেদ মাতুব্বরের ছেলে ফরিদ মাতুব্বর, আব্দুল্লাহ মাতুব্বর, অহেদ মাতুব্বরের ছেলে নাঈম মাতুব্বর, মাজেদ মাতুব্বরের ছেলে ফারুখ মাতুব্বরসহ আট থেকে ১০ জন শামীম শরীফকে অটো থেকে নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে-পিটিয়ে মারাত্মক জখম করে। এসময় স্থানীয়রা শামীমকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। এতে শামীমের শরীরে কয়েকটি হাড় ভেঙে ও চোখের কোনা কেটে যায়। এখনো শামীম সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এই ঘটনায় বৃহস্পতিবার সকালে শামীমের মা পাঁচজনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টা মামলা করেছে।

এ ব্যাপারে শামীমের মা শারমিন বেগম জানান, ‘আমার ছেলেকে হত্যার জন্যে প্রতিপক্ষের লোকজন আক্রমণ করেছে। এখন শামীমের অবস্থা খুবই খারাপ। বাকি পরীক্ষা দিতে পারবে কিনা বলতে পারছি না। আমি এই সন্ত্রাসীদের বিচার চাই।’

সদর থানার ওসি কামরুল হাসান জানান, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। এইচএসসি পরীক্ষার্থী হওয়ায় বেশি ঝামেলা হয়েছে। মামলা আমলে নেয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।’

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :