‘কাঙ্ক্ষিতমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হচ্ছে’

প্রকাশ | ২৫ এপ্রিল ২০১৯, ২১:১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

কাঙ্ক্ষিত মানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য মামুনুর রশীদ কিরনের সিদ্ধান্ত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার দেশের নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার লক্ষ্যে এমপিও নীতিমালা-২০১৮ প্রণয়ন করে। এই নীতিমালার ভিত্তিতে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের কাছে অনলাইনে এমপিওভুক্তির আবেদন আহ্বান করা হয়। সেখানে শিক্ষার্থীর সংখ্যা, পরীক্ষার রেজাল্টসহ কিছু নীতিমালা উল্লেখ করা হয়।

মন্ত্রী বলেন, সারাদেশ থেকে সাড়ে নয় হাজার আবেদন পাওয়া যায়। এরমধ্যে আড়াই হাজারেরও কিছু বেশি প্রতিষ্ঠান এমপিওভূক্তির যোগ্যতা অর্জন করে। প্রাথমিকভাবে মানসম্পন্ন প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা হবে। পর্যায়ক্রমে কাঙ্ক্ষিত মানসম্পন্ন সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/জেবি)