পল্লী বিদ্যুতের মামলায় কারাগারে প্রতিবন্ধী ভিক্ষুক!

মৌলভীবাজার প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০১৯, ২২:২৫

মৌলভীবাজার সদর উপজেলার ২নং মনুমুখ ইউনিয়নের পশ্চিম সাধুহাটি গ্রামের ভিক্ষুক প্রতিবন্ধী হান্নান মিয়া পল্লী বিদ্যুতের ১৯ মাস বিল পরিশোধ না করার অপরাধে দায়ের করা মামলায় কারাভোগ করছেন।

মৌলভীবাজার মডেল থানার এস.আই আবু সাইদ গত ২৩ মার্চ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে ১নং আমলি আদালতের ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

প্রতিবন্ধী হান্নান মিয়ার বোন জানান, প্রতিবন্ধী হান্নান মিয়া এবং প্রতিবেশী কুসুম বেগম উভয়েই একই বিদ্যুতের মিটার ব্যবহার করেন। শর্ত অনুযায়ী হান্নান মিয়া মাস শেষে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য কুসুম বেগমের কাছে ১০০ টাকা করে জমা দিলেও কুসুম বেগম বিদ্যুৎ বিল পরিশোধ করেননি।

কুসুম বেগম বিদ্যুৎ বিল পরিশোধ করছেন কি না সেই বিষয়ে হান্নান মিয়া জানতেন না। পল্লী বিদ্যুৎ সমিতিতে থেকে তার কাছে কোনো নোটিশও আসেনি।

মৌলভীবাজার পল্লী বিদ্যুতের জিএম শিবু লাল বসু জানান, হান্নান অবৈধ সংযোগ নিয়েছিলেন। তাই তাকে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তার পরিবার বিল পরিশোধ করেছে। আগামী ২৯ এপ্রিল তার কারামুক্তির সম্ভাবনা রয়েছে।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :