শ্রীলঙ্কায় হামলার প্রতিবাদে গণবিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

প্রকাশ | ২৫ এপ্রিল ২০১৯, ২২:৫৫

গবি প্রতিনিধি, ঢাকাটাইমস

শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় কয়েক’শ মানুষের নিহতের প্রতিবাদে মানববন্ধন করেছেন সাভারের গণবিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার গণবিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র পরিষদের উদ্যোগে দুপুর ১২টায় ঢাকা আরিচা মহাসড়কের বাইশমাইলে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে শ্রীলঙ্কায় ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করা হয় এবং সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। সেই সাথে এমন ঘটনার সম্মুখীন যেন আর না হতে হয়, তার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- গণবিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক রনি আহম্মেদ।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এলএ)