শ্রীলঙ্কায় হামলায় নিহতের সংখ্যা কমে ২৫৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১০:২১ | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০১৯, ০৯:২৯

ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা ১০৬ জন কমিয়ে ২৫৩ জন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গণনার ভুলের জন্য মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছিল বলে জানিয়েছে দেশটি। বর্বরোচিত এই হামলার ঘটনায় পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন বলেও জানিয়েছে দেশটির সরকার।

বৃহস্পতিবার রাতে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানায় শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত রবিবার শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি অভিজাত হোটেলসহ মোট আট জায়গায় আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। বুধবার পর্যন্ত নিহতের সংখ্যা ৩৫৯ জন বলে জানানো হয়েছিল। এছাড়া আরও শত শত মানুষ আহত হওয়ার কথাও জানিয়েছিলেন কর্মকর্তারা। হামলায় নিহতদের বেশিরভাগই শ্রীলঙ্কান। তবে হতাহতদের মধ্যে অনেক বিদেশিও আছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কিন্তু বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতের সংখ্যা ২৫৩ জন বলে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সব মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে এবং ডিএনএ স্যাম্পলের মাধ্যমে ক্রস চেকিংয়ের পর এ সংখ্যা নির্ধারিত হয়েছে। তবে নিহতদের মধ্যে কতজন শ্রীলঙ্কান নাগরিক রয়েছে বিবৃতিতে সে বিষয়ে কিছুই বলা হয়নি।

হামলায় জড়িত সন্দেহে বুধবার সকালে আরও ১৮ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা। এ নিয়ে এখন পর্যন্ত আটক হলেন মোট ৫৮ সন্দেহভাজন।

ঢাকাটাইমস/২৬এপ্রিল/এমআর

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :