পকেটে বল রেখে ভুলে গেলেন আম্পায়ার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০১৯, ১০:৩২

মার্কাস স্টয়নিস বল খুঁজছেন। পাঞ্জাবের অধিনায়ক রবীচন্দ্রন অশ্বিনও বলের খোঁজে অস্থির। এবি ডিভিলিয়ার্স হাসতে হাসতে বলছেন, আরে বাবা বলটা কোথায় গেল! মাঠের আম্পায়াররাও বল খুঁজে পাচ্ছেন না। ম্যাচ চলছিল। তারই মাঝে আচমকা বল উধাও। সবাই ব্যস্ত হয়ে পড়লেন বল খুঁজতে। কিন্তু বেশ কয়েক মিনিট বলের দেখা নেই। চলতি আইপিএলে বেঙ্গালুরু বনাম পাঞ্জাব ম্যাচে এমন কাণ্ড ঘটেছে।

আম্পায়ার শামসুদ্দীন নিজেও বল খুঁজতে নেমেছিলেন। শেষমেশ কেউ বল খুঁজে পাচ্ছিলেন না। ফলে নতুন বল আনা হয় মাঠে। তার পর পকেটে হাত দিয়ে জিহ্বায় কামড় দেন আম্পায়ার শামসুদ্দীন। নিজের পকেটে বল রেখে ভুলে গিয়েছিলেন তিনি। বেঙ্গালুরুর ব্যাটিংয়ের সময় এমন কাণ্ড ঘটল। ইনিংসের ১৫তম ওভারে। বল করছিলেন পাঞ্জাবের ডানহাতি পেসার অঙ্কিত রাজপুত। বোলিংয়ে এসে বল খুঁজে পাচ্ছিলেন না তিনি। মার্কাস স্টয়নিস ও এবি ডিভিলিয়ার্স ঠায় দাঁড়িয়ে।

অ্যাকশন রিপ্লেতে দেখা যায় ১৪তম ওভার শেষ হওয়ার পর বোলার এসে বল দেন আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ডকে। ওই ওভারে লেগ আম্পায়ার ছিলেন শামসুদ্দীন। ১৪তম ওভার শেষে টাইম-আউট ডাকেন আম্পায়ার। ঠিক তখনই অক্সেনফোর্ডের কাছ থেকে বল নেন আম্পায়ার শামসুদ্দীন। সেটা পকেটে রাখেন তিনি। তার পর বেমালুম ভুলে যান। অ্যাকশন রিপ্লের পর পকেটে বল রাখার কথা মনে পড়ে শামসুদ্দীনের। মাঠে তো বটেই, এমন কাণ্ডের পর হাসাহাসি শুরু হয় ধারাভাষ্যকারদের মধ্যেও। কত কাণ্ডই ঘটছে আইপিএলে!

(ঢাকাটাইমস/২৬ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

পাকিস্তানে যেতে নারাজ ভারত, চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে!

পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন তেভেজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত গতিমানব উসাইন বোল্ট

বার্সাতেই থাকছেন জাভি!

২৬ এপ্রিল থেকে ক্যাম্প শুরু টাইগারদের, প্রবেশ নিষেধ গণমাধ্যমের

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

এই বিভাগের সব খবর

শিরোনাম :