কক্সবাজারে গুলিতে দুই ‘জলদস্যু’ নিহত

কক্সবাজার প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০১৯, ১১:৩০
ফাইল ছবি

কক্সবাজারের কুতুবদিয়ায় গুলিতে দুইজন নিহত হয়েছেন, যারা জলদস্যু বলে দাবি করছে পুলিশ। নিজেদের মধ্যে গোলাগুলিতে তারা নিহত হয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার লেনশ্যাখালী এলাকার দরবারঘাট সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। নিহতদের নামপরিচয় জানা না গেলেও তারা জলদস্যু বলে নিশ্চিত করেছে পুলিশ। তাদের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ হবে বলে অনুমান করা হচ্ছে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দিদারুল ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জলদস্যুদের দুপক্ষের গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। এসময় দুই জলদস্যুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, লাশ উদ্ধারের জন্য পুলিশ সেখানে গেলে দস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এসময় জলদস্যুদের গুলিতে পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছেন। তারা হলেন সাইদুল ইসলাম ও তাপস বড়ুয়া। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঢাকাটাইমস/২৬এপ্রিল/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :