রাজশাহীর আম রপ্তানিতে সহযোগিতা করতে চান রুবানা

ব্যুরো প্রধান, রাজশাহী
| আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১৪:৫১ | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০১৯, ১৪:৩০

রাজশাহীর আম বিদেশে রপ্তানিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিজিএমইএর নতুন সভাপতি ড. রুবানা হক। তিনি বলেছেন, আমের সময় আসলেই রাজশাহীর নামটি চলে আসে। তাই এ অঞ্চলের আম বিদেশে রপ্তানির জন্য বিজিএমইএর পক্ষ থেকে তিনি সার্বিকভাবে সহযোগিতা করতে চান।

শুক্রবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলার ফরহাদ আলাউদ্দিন মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুবানা হক বলেন, রাজশাহীর আম অত্যন্ত সুস্বাদু। বিদেশে এর ব্যাপক চাহিদা। তবে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে খুব বেশি আম রপ্তানি হচ্ছে না। অধিক পরিমাণে আম রপ্তানি করা গেলে চাষিরা লাভবান হবেন। স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল আযম পান্না।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজিএমইএ’র পরিচালক মিরাজুল ইসলাম, চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক, স্কুলটির প্রধান শিক্ষক রোজিনা খাতুন প্রমুখ।

ঢাকাটাইমস/২৬এপ্রিল/আরআর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :