গ্রামেও পৌঁছাবে শহরের সব সেবা: মেয়র লিটন

ব্যুরো প্রধান, রাজশাহী
| আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১৮:৫৪ | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০১৯, ১৭:২৩

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি- গ্রামে থাকবে হবে শহরের সব সুযোগ-সুবিধা। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আগামীতে গ্রামেও শহরের সব সুযোগ-সুবিধা পৌছে যাবে।

শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে আয়োজিত বিভাগীয় উদ্যোক্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সহযোগিতায় বিভাগীয় কমিশনারের কার্যালয় এ সম্মেলনের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, ডিজিটাল বাংলাদেশের যখন সূচনা শুরু হয়, তখন ডিজিটালকে নিয়ে অনেকে কটাক্ষ্য করেছে। কিন্তু বর্তমানে সেটার বাস্তবায়ন হয়েছে। ইতোমধ্যে শহরের অনেক সুযোগ-সুবিধা গ্রামে পাওয়া যায়। আগামীতে এর আওতা আরও বৃদ্ধি পাবে। সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।

বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এটুআই প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান ও জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের। শুভেচ্ছা বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন। সম্মেলনে রাজশাহী বিভাগের সকল জেলার উদ্যোক্তরা অংশ নেন।

ঢাকাটাইমস/২৬এপ্রিল/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :