‘আমাদের নয়, তারা জনগণের চাপে শপথ নিচ্ছেন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০১৯, ১৮:০১

গত নির্বাচনে বিএনপি থেকে বিজয়ীদের শপথ নেয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, যারা শপথ নিয়েছেন তারা স্বেচ্ছায় নিয়েছেন, জনগণের চাপে নিয়েছেন; সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই।

শুক্রবার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ব্রুনাই সফর সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গণফোরামের দুই প্রতিনিধি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বৃহস্পতিবার বিএনপির জাহিদুর রহমান জাহিদও সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা শপথ নিয়েছে, তারা স্বেচ্ছায় শপথ নিয়েছে। এখানে কোনো চাপ নেই। অন্য কোনো দল সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না।’

শেখ হাসিনা বলেন, ‘তারা (প্রতিনিধি) বলেছেন, সংসদে খালেদা জিয়ার জন্য কথা বলবেন। খালেদা জিয়াকে রাজনৈতিক কারণে বন্দী করা হয়নি। তার বিরুদ্ধে মামলা করেছিল তত্ত্বাবধায়ক সরকার। আদালতকে আমরা প্রভাবিত করিনি।’

খালেদার প্যারোল নিয়ে মন্তব্যের কিছু নেই’

বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেওয়া নিয়ে এখনই মন্তব্যের কিছু নেই বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্যারোলের জন্য সাধারণত আবেদন করতে হয়। এখন পর্যন্ত কেউ আবেদন করেনি। যেহেতু এ বিষয়ে আবেদনই করা হয়নি, তাই আমাদের মন্তব্য করার কিছু নেই।’

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিএনপির ভারত বিরোধীতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

রুহুল আমিন হাওলাদারের বড় ভাই সুলতান আহমেদ মারা গেছেন

গণতন্ত্রের ন্যায়সঙ্গত আন্দোলনে আমরা বিজয়ী হবো: মির্জা ফখরুল

বাসায় মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রেরণার উৎস: প্রতিমন্ত্রী শফিকুর রহমান

স্বাধীনভাবে কথা বলার সুযোগ নেই: মির্জা আব্বাস

এই বিভাগের সব খবর

শিরোনাম :