পরীক্ষায় অসদুপায় অবলম্বনে দুইজনের সাজা

প্রকাশ | ২৬ এপ্রিল ২০১৯, ২০:৩৯

পাবনা প্রতিবেদক, ঢাকাটাইমস

পাবনায় ইউনিয়ন পরিষদের সচিব পদে নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

আটকরা হলেন- রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেল্টাবাড়ি গ্রামের এরশাদুল ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুনিয়া গ্রামের বাইজিদ।

পাবনা স্থানীয় সরকারের উপ-পরিচালক সালমা খাতুন জানান, ‘শুক্রবার সকালে পরীক্ষা শুরুর কিছু সময় পরে পাবনা জিলা স্কুল পরীক্ষাকেন্দ্রে অসৎ উপায় অবলম্বনের অভিযোগে এরশাদুল ও বাইজিদ নামে দুই পরীক্ষার্থীকে আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের হাকিম পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা মিতা সাক্ষ্য-প্রমাণ শেষে এরশাদুলকে ১০ দিন ও বাইজিদকে চার দিন করে কারাদ- দেন।’

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/টিএ)