বগুড়ায় গুলিতে দুই ‘চরমপন্থী’ নিহত

বগুড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ০৮:৪১ | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০১৯, ০৮:৩৭

বগুড়ার শেরপুরে গুলিতে দুজন নিহত হয়েছেন, যারা চরমপন্থী দলের সদস্য বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী। দুপক্ষের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন বলে দাবি পুলিশের।

শুক্রবার দিবাগত রাত পৌনে দুটার দিকে উপজেলার ভবানীপুর এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আফসার আলী এবং লিটন। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। নিহত দুজনই সর্বহারা পার্টির সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, আট রাউন্ড গুলি, দুটি চাপাতি এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির হাতে লেখা তিনটি পোস্টার উদ্ধার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, নিহত দুজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। মরদেহ বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে রয়েছে।

ঢাকাটাইমস/২৭এপ্রিল/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :