মঞ্জুর নেতৃত্বে জামায়াতের সংস্কারপন্থিদের নতুন সংগঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৫:৪৮ | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০১৯, ১৩:০৭

দলে সংস্কারের দাবি তুলে বহিষ্কার হওয়া মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে একটি সংগঠনে জড়ো হয়েছেন জামায়াতে ইসলামীর সংস্কারপন্থি নেতারা। নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় ‘জনআকাঙ্ক্ষার বাংলাদেশ’ স্লোগানে সংগঠনটির সমন্বয়কের কাজ করছেন মঞ্জু।

শনিবার এক সংবাদ সম্মেলনে মঞ্জুর নেতৃত্বে এ রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। নানা কানাঘুষার পর দলটির সংস্কারপন্থিদের এ রাজনৈতিক দল গঠনের প্রাথমিক পদক্ষেপ দৃশ্যপটে এলো।

মঞ্জু জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি। তিনি একসময় চট্টগ্রাম কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরেরও সভাপতি ছিলেন। বহিষ্কারের আগে তিনি জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ছিলেন।

সংবাদ সম্মেলনে মঞ্জু বলেন, ‘আমাদের রাজনৈতিক দল ধর্মীয় রাজনৈতিক দল হবে না। দেশের সব জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিয়ে গঠিত হবে তাদের দল।’

তিনি আরও বলেন, ‘পূর্ণাঙ্গ দল গঠনে পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। পাঁচটি কমিটি তাদের কাজও শুরু করে দিয়েছে।’

১৯ দফা কর্মর্সূচির এই উদ্যোগে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন মঞ্জু।

একাত্তরে যুদ্ধাপরাধের বিচার শুরুর পর চাপে পড়া জামায়াতের মধ্যে একটি অংশ দলটিতে সংস্কারের দাবি তোলেন। এর মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক গত বছর একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চেয়ে জামায়াত ছেড়ে যাওয়ার পর তা আরও গতি পায়। রাজ্জাকের পর একই মত প্রকাশ করে বহিষ্কৃত হন মঞ্জু।

তবে মঞ্জুর দাবি, তাদের এই উদ্যোগের সঙ্গে লন্ডনে থাকা রাজ্জাকের কোনো সম্পৃক্ততা নেই। পাশাপাশি দল গঠনের এই উদ্যোগের পেছনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো মদদ নেই বলেও দাবি করেন তিনি।

মঞ্জু বলেন, ‘মুক্তিযুদ্ধকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধ ও সংগঠনের বিরুদ্ধে অভিযোগ স্বচ্ছ ও স্বাধীনভাবে নিষ্পত্তি প্রয়োজন।’ তার দাবি, স্বাধীনতার পর থেকে সব সরকারই জনগণের প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়নের পথকে রুদ্ধ করেছে। একই সাথে মুক্তিযুদ্ধের প্রকৃত প্রতিশ্রুতি রক্ষা করতেও ব্যর্থ হয়েছে।

সংবাদ সম্মেলনে যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের আইনজীবী তাজুল ইসলামও উপস্থিত ছিলেন।

এই আইনজীবী দাবি করেন, তিনি আগে জামায়াতের সঙ্গে যুক্ত ছিলেন না। তবে পেশাগতভাবে জামায়াত নেতাদের আইনজীবী হিসেবে কাজ করেছিলেন।

ঢাকাটাইমস/২৭এপ্রিল/ডিএম

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :