‘খোলস পাল্টে এলেও রাজনীতির সুযোগ নেই জামায়াতের’

প্রকাশ | ২৭ এপ্রিল ২০১৯, ১৩:২২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

খোলস পাল্টিয়ে আসলেও বাংলাদেশে জামায়াতে ইসলামীর রাজনীতি করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে জাতীয় এই নেতার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, একাত্তর সালে জামায়াত ইসলামী যে মানবতাবিরোধী অপরাধ করেছিল, সেই কারণে বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো নৈতিক অধিকার থাকতে পারে না। যে নামেই হোক, খোলস পাল্টিয়ে অন্য নাম দিয়েও যদি রাজনীতি করতে চায়, আমি মনে করি সে অধিকার তাদের থাকতে পারে না।’

এ সময় একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিতদের শপথ নেয়ার বিষয়েও কথা বলেন হানিফ। আওয়ামী লীগের এই নেতা বলেন, নেতা হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উচিৎ তার এলাকার যে জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে সেই ভোটারদের প্রতি দায়বদ্ধতা থেকে, তাদের প্রতি সম্মান দেখিয়ে সংসদে যোগদান করা।

ঢাকাটাইমস/২৭এপ্রিল/এমআর