ভেড়ামারায় দুপক্ষে সংঘর্ষে আহত ১৫

প্রকাশ | ২৭ এপ্রিল ২০১৯, ১৩:৪১

কুষ্টিয়া প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

কুষ্টিয়ার ভেড়ামারায় দুপক্ষে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রায়টা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা গ্রামের স্থানীয় ওয়ার্ড জাসদের সভাপতি ফরিদ মহালদারের সঙ্গে একই এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতা আনজেল লস্করের মধ্যে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে শুক্রবার রাতে আনজেল লস্করের লোকজন রায়টা বাজারে ফরিদ মহালদার এবং তার চাচাতো ভাই আব্দুল মান্নানের ওপর হামলা চালায়। পরে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের লোকজন একে অপরের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম জানান, সংঘর্ষের খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ভেড়ামারা ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ঢাকাটাইমস/২৭এপ্রিল/প্রতিনিধি/এমআর