রাজবাড়ীতে মহাসড়কের নির্মাণকাজ দ্রুত করার দাবি

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০১৯, ১৬:৪৩

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন এবং কাজ চলার সময়ে পরিবেশ সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা। রাজবাড়ীর শ্রীপুর হতে নতুন বাজার পর্যন্ত রাস্তার কাজ নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে করার কারণে অল্প সময়ে তা ধুলিতে পরিণত হয়ে রাস্তা সব সময় অন্ধকার হয়ে থাকছে।

শনিবার দুপুরে রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

এতে সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আব্দুর রউফ মোহন, জেলা জাতীয় পার্টির সভাপতি খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, আহম্মেদ নিজাম মন্টু, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু ও রাজবাড়ী প্রেসক্লাব সভাপতি জহুরুল হক প্রমুখ।

বক্তারা বলেন, ‘নির্মাণ কাজের মন্থর গতি, দীর্ঘসূত্রতা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণে সড়কটিতে প্রচ- ধুলার সৃষ্টি হয়। এতে কোমলমতি শিশুসহ সাধারণ মানুষ শ্বাসকষ্ট, এলার্জি ও হাপানির মতো মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে। একদিকে ধুলা ও অন্যদিকে খানাখন্দের কারণে ব্যবসা-বাণিজ্যসহ এলাকায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।’

অবিলম্বে কাজের গতি বাড়ানো না হলে সড়ক অবরোধের ঘোষণা দেন বক্তারা।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :