ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, দুইজনের কারাদণ্ড

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০১৯, ১৭:১৩

ফরিদপুরের বোয়ালমারীতে শুক্রবার বিকালে বাল্যবিয়েতে সহযোগিতা করার অভিযোগে কনের মামা ও খালুকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ওই দিন সন্ধ্যায় ইউএনওর নিজ কার্যালয়ে আদালত বসিয়ে এ সাজা দেয়া হয়।

আদালত সূত্র জানায়, উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামে মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ে ঠিক ছিল শুক্রবার। খবর পেয়ে দুপুরে ওই বাড়িতে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ইউএনওর উপস্থিতি টের পেয়ে মেয়ে, মেয়ের মা বাবা, বরসহ সবাই পালিয়ে যান। তখন মেয়ের মামা নাজির শেখ ও খালু কোবাদ শেখকে আটক করা হয়। বিয়েতে সহযোগিতা করার অপরাধে সাজা দিয়ে ওইদিন সন্ধ্যায় ফরিদপুর জেলহাজতে পাঠিয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ জাকির হোসেন।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :