চাঁপাইনবাবগঞ্জে ১৪০০ কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০১৯, ১৮:২৫

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১৪০০ কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। আর এসব খেজুর গুদামজাত করার দায়ে দুজনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে পুরাতন বাজারের মেসার্স সুমাইয়া স্টোর থেকে এসব খেজুর জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায়

সদর উপজেলার চৌহদীটোলা গ্রামের মৃত বিল্লাত আলীর ছেলে আফিজ উদ্দীন ও মসজিদ পাড়ার আজাদ আলীর ছেলে সালাউদ্দীন বাপ্পীকে জরিমানা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন বলেন, আসন্ন রমজানকে সমানে রেখে আদালত বিভিন্ন গুদামে অভিযান পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন বাজারের মেসার্স সুমাইয়া স্টোরে অভিযান চালানো হয়। সেখানে প্রায় ১৪ শ কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর পাওয়া যায়।

তিনি আরো বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ২ জনের প্রত্যেককে ৪০ হাজার টাকা করে অর্থদ- ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

আর মেয়াদোত্তীর্ণ খেজুরগুলো মাটির নিচে চাপা দিয়ে ধ্বংস করা হয়।

ঢাকাটাইমস/২৭এপ্রিল/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :