ইতালিতে আয়োবা‌পি‌সির সম্মেলন ও বৈশাখী উৎসব

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০১৯, ২১:৪৯

অল ইউরো‌পিয়ান বাংলা প্রেসক্লাব-আয়োবা‌পি‌সির দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার অনু‌ষ্ঠিত হ‌তে যা‌চ্ছে। ‘প্রবাসী সাংবা‌দিক‌দের প‌রিবার’ খ্যাত এই সংগঠন‌টির স‌ম্মেলন হবে ইতা‌লির রাজধানী রোমের অ‌ভিজাত এক‌টি হোটেলের বলরুমে।

প্রথম অ‌ধি‌বেশনে প্রধান অ‌তিথি থেকে উদ্বোধন করবেন ইতা‌লিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদ‌ুস সোবহান সিকদার।

এছাড়াও বিশেষ অ‌তি‌থি থাকবেন এনটিভি ইউকে’র প‌রিচালক মোস্তফা সারোয়ার বাবু, বাংলা প্রেসক্লাব, ইতালির সভাপ‌তি শাওন আহ‌ম্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন এবং সামা‌জিক ও রা‌জনৈ‌তিক সংগঠ‌নের নেতারা।

অল ইউরো‌পিয়ান বাংলা প্রেসক্লাবের সভাপ‌তি ম‌নিরুজ্জামান ম‌নির ও সাধারণ সম্পাদক আবু তা‌হিরসহ সকল কর্মকর্তা সম্মেলন সফল করতে সক‌লের সহযোগিতা কামনা ক‌রেন।

সম্মেলন ছাড়াও অল ইউরো‌পিয়ান বাংলা প্রেসক্লাবের আয়োজনে ও বাংলা প্রেসক্লাব, ইতা‌লির সহযো‌গিতায় শ‌নিবার দিনব্যাপী বৈশাখী উৎস‌ব অনু‌ষ্ঠিত হ‌বে। রোমের তর‌পিনাত্তারায় ভাঙ্গা দেয়াল সংলগ্ন পার্কে বৈশাখী উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে ইউরোপের কন্ঠ‌শিল্পী শাহনাজ সু‌মি, আরন্যক ব্যান্ড, সঞ্চারী সংগীতায়ন, অ‌র্পিতা সিকদারসহ অ‌নে‌কে সঙ্গীত ও নৃত্য প‌রি‌বেশন করবেন।

আয়োজনে প্রাণবন্ত করে তুলতে কমিউনিটির সকল নেতা থাকবেন বলে আশা করা যাচ্ছে।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :