ইবিতে শিক্ষার্থীকে ছাত্রলীগ কর্মীর ‘মারধর’

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০১৯, ২৩:১৯

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাধারণ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে এক ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে। শনিবার দুপুর ১টার দিকে ক্যাম্পাসের ঝাল চত্ত্বরে এ মারধরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ক্যাম্পাসের ঝাল চত্বরে দাঁড়িয়ে ছিলেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শুভ্র সরকার। এ সময় শাখা ছাত্রলীগের কর্মী নাসিম আহমেদ জয়ের সহযোগী শহিন বাইকে চড়ে সেখানে আসেন। বাইক থামাতে গিয়ে শুভ্রর গায়ে চাকা দিয়ে ধাক্কা লাগে। পরে শাহিনকে বাইক সরাতে বলেন শুভ্র। এতে তাদের মধ্যে বাকবিত-া শুরু হয়। এক পর্যায়ে শাহিন ক্ষিপ্ত হয়ে তার সহযোগিরাসহ শুভ্রকে বেধড়ক মারপিট করেন। বিষয়টি মীমাংসার জন্য ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক বিপুল খান ও ইনজামামুল হক সজল ঘটনাস্থলে যান। এ সময় ছাত্রলীগ কর্মী ও বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রাকিব ওই শিক্ষকদের অকথ্য ভাষায় গালাগাল করেন বলে অভিযোগ পাওয়া যায়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রক্টর নাসির আযহারী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শুভ্র সরকার বলেন, ‘আমাকে বাইকের চাকা দিয়ে ধাক্কা দেয়া হলো। বাইক সরাতে বললে আবার আমাকেই মারধর করা হয়।’

এবিষয়ে নাসিম আহমেদ জয় বলেন, ‘ঘটনাস্থলে আমিও ছিলাম। পরিস্থিতি স্বাভাবিক করতে গিয়ে নিন্ত্রণহীন হয়ে যায় শাহিন। এক পর্যায়ে তা নিয়ন্ত্রণে আসে।’

দায়িত্ব প্রাপ্ত প্রক্টর ড. নাসির আযহারী বলেন, বিষয়টি শোনার সাথে সাথেই ঘটনা স্থলে গিয়েছি। তবে মারধরের শিকার ওই শিক্ষার্থী কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।’

ঢাকাটাইমস/২৭এপ্রিল/ইএস

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা ২৭ এপ্রিল শুরু

জবিতে অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস, চলবে সেমিস্টার পরীক্ষা

কুবির তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন

ববির মেডিকেলে  চিকিৎসকের দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

এই বিভাগের সব খবর

শিরোনাম :