চাঁদপুরে বাস-সিএনজি সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ছয়

চাঁদপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৪:৫০ | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০১৯, ১০:৫৯

চাঁদপুর-কুমিল্লা সড়কের শাহরাস্তির কাকৈরতলায় বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। এর মধ্যে মা-ছেলেসহ একই পরিবারের তিন সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

রবিবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহরাস্তি উপজেলার সাহাপুরের আবুল কালাম (৬২), কচুয়ার আশ্রাফপুরের রণজিৎ চন্দ্র মজুমদার (৫২), শাহজাহান (৪৫), ফখরুল ইসলাম (৭৫) জান্নাতুল ফেরদৌস (২৭) ও তার ছেলে রোমান (৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, টঙ্গীগামী কডোবা বাস এবং চাঁদপুরমুখী সিএনজি চালিত অটোরিকশার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের কাকৈরতলা বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন এবং শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নিহত হন। গুরুতর আহত দু’জনকে কুমিল্লা হাসপাতালে নেওয়ার পথে শাহজাহান মারা যান।

স্থানীয়রা জানান, বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-০৫১১। দুর্ঘটনার পর বাসের চালক-হেলপার পালিয়ে গেছেন। বাসটি ঘটনাস্থলেই রয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশুসহ চারজন নিহত হন। পরে আরো দুজন মারা যান।

ঢাকাটাইমস/২৮এপ্রিল/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :