বলিউডকে টক্কর দিতে পারল না হলিউড

প্রকাশ | ২৮ এপ্রিল ২০১৯, ১১:৪২

বিনোদন ডেস্ক

সব জল্পনার অবসান ঘটিয়ে সামনে এলো ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর ভারতে প্রথম দিনের বক্স অফিস কালেকশনের অংক। তবে এবার অন্তত বলিউডকে টক্কর দিতে পারল না হলিউড। অ্যাভেঞ্জার্স পেরোতে পারল না আমির খানের ‘থাগস অব হিন্দুস্তান-এর প্রথম দিনের রেকর্ড। 

বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনে সারা ভারত থেকে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম ব্যবসা করেছে ৫০ কোটি টাকা। যেখানে ‘থাগস অব হিন্দুস্থান’-এর প্রথম দিনের আয় ছিল প্রায় ৫৩ কোটি টাকা। ভারতে মোট ২,৮৪৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে মার্ভেল স্টুডিওর সুপারহিরো ছবি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। 

আমেরিকায় এই ছবির প্রিভিউতেই ব্যবসা করেছে ৪১৯ কোটি টাকা। ইউকেতেও অ্যাভেঞ্জার্স প্রথম দিনেই ব্যবসা করেছে ১০৪ কোটি টাকা। ২৪ এপ্রিল চিনে মুক্তি পেয়েছে এই ছবি। সেখানেও বক্স অফিসে ঝড় তুলেছে মার্ভেল হিরোরা। প্রথম দিনেই সেখানে ব্যবসা ছিল ৭৪৭ কোটি টাকা। এর আগে কোনো বিদেশি ছবি এমন সাফল্যের ধারেকাছেও যেতে পারেনি। 

ঢাকাটাইমস/২৮এপ্রিল/এএইচ