ফরিদপুরে লিগ্যাল এইড দিবসে আলোচনা সভা ও র‌্যালি

প্রকাশ | ২৮ এপ্রিল ২০১৯, ১৩:০৮

ফরিদপুর প্রতিবেদক, ঢাকাটাইমস

ফরিদপুরে নানা আয়োজনে পালিত হয়েছে লিগ্যাল এইড দিবস। এ উপলক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা এবং বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টার দিকে ফরিদপুর আদালত ভবনে জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে ‘জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য’শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ফরিদপুরের জেলা ও দায়রা জজ মো. সেলিম হোসেন মিয়া বলেন, ‘লিগ্যাল এইড অফিস (আইনগত সহায়তা কার্যালয়) শুধু মামলা-মোকদ্দমার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। আইনি সহায়তার পাশাপাশি বিরোধ মীমাংসার কেন্দ্র হিসেবেও কাজ করছে।’

মো. সেলিম হোসেন মিয়া জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যানও। এ বছর দিবসের প্রতিপাদ্য  ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান।’

বিচারক সেলিম হোসেন বলেন, ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে একদিকে যেমন আদালতের মামলাজট হ্রাস পাচ্ছে, অন্যদিকে অসহায়-নির্যাতিত বিচারপ্রার্থী নারী-পুরুষেরা স্বল্প সময়ে বিনা খরচে আইনি সহায়তা পাচ্ছে।’

এর আগে সকাল সাড়ে ৯টায় কোর্ট চত্বর থেকে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা জজ। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার জাকির হোসেন খান, স্পেশাল জজ মো. মতিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসলাম মোল্লা, আইনজীবী সমিতির সভাপতি বাবু মোল্লা প্রমুখ।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/জেবি)