পাকুন্দিয়ায় এগারসিন্দুর কোল্ড স্টোরেজকে জরিমানা

প্রকাশ | ২৮ এপ্রিল ২০১৯, ১৯:৫৮

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এগারসিন্দুর কোল্ড স্টোরেজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলার  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ২৪ মণ নষ্ট মিষ্টি এবং প্রায় ১৫ মণ মেয়াদ উত্তীর্ণ খেজুর জব্দ করা হয়। পরে জব্দ পন্য ধ্বংস করা হয়।

রবিবার দুপুরে উপজেলার বড় আজলদীতে এগারসিন্দুর কোল্ড স্টোরেজে অভিযান চালানো হয়। সংস্থাটির কিশোরগঞ্জের সহকারী পরিচালক ইব্রাহীম হোসেনের নেতৃত্ব পরিচালিত এ অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ গণমাধ্যম কর্মীরা ছিলেন।

কোল্ড স্টোরেজের ম্যানেজার আনিসুর রহমান জানান, মিষ্টিগুলো কিশোরগঞ্জের প্রসিদ্ধ মিষ্টির দোকান মদন গোপাল মিষ্টান্ন ভা-ার এবং খেজুরগুলো ভৈরবের কয়েকজন ব্যবসায়ী স্টোর করেছেন।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এলএ)