কুষ্টিয়ায় মাদক মামলায় ট্রাকচালকের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০১৯, ২২:৪৮

কুষ্টিয়ার ভেড়ামারা থানার একটি মাদক (হিরোইন) মামলায় এক ট্রাকচালকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- দৌলতপুর উপজেলার গরুরা গ্রামের আরিফুল ইসলাম ওরফে আফি।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২৫ মার্চ রাত ১২টায় কুষ্টিয়ার ভেড়ামার উপজেলার গোডাউন মোড় নামক স্থানে দৌলতপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাক থামিয়ে তল্লাশিকালে আসামি ট্রাক ড্রাইভার আরিফুল ইসলাম আফিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যমতে, ট্রাকের চালক সিটের উপরস্থ ছাদের সাথে আটকানো তিনটি প্যাকেটে ১৩০ গ্রাম হিরোইন উদ্ধারসহ ড্রাইভারকে আটক এবং পরবর্তীতে আটক আরিফুল ইসলাম আফিসহ চারজনের বিরুদ্ধে এসআই তরিকুল ইসলাম মামলা করে ভেড়ামারা থানায় সোপর্দ করেন।

এই মামলায় এজাহারভুক্ত আসামি ইয়াকুব আলী, ছোটন ও লালনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :