প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শ্রেণি শিক্ষিকার মানহানির মামলা

প্রকাশ | ২৯ এপ্রিল ২০১৯, ১৮:৫০

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর তুরাগ থানার নিশাতনগরের কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা খুরশিদ জাহানের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছেন শ্রেণি শিক্ষিকা মো. শাম্মী আক্তার।

সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তিনি এ নালিশি মামলা করার পর ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী পুলিশ ব্যুরো অব ইনভেন্সিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী ফারজানা ইয়াসমিন বিষযটি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, শাম্মী আক্তার ২০১৩ সালের ১২ নভেম্বর থেকে ওই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে সুনামের সঙ্গে পাঠদান করেছে আসছেন। সম্প্রতি প্রধান শিক্ষিকা বাদিনীর চাকরি এমপিওভুক্তির জন্য পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন। বাদিনী তা দিতে অস্বীকার করায় আসামি বাদিনীর ক্যারিয়ার শেষ করে দেয়ার হুমকি দেন। এর ফলে গত ১১ মার্চ প্রধান শিক্ষিকা বাদিনীর ঠিকানায় মিথ্যা অপবাদ দিয়ে নোটিশ পাঠান। যেখানে বলা হয়, গত ৯ মার্চ স্কুলে অ্যাসেম্বলি চলার সময় মোবাইলে কথা বলেন। যা বন্ধ করতে বললে তিনি প্রধান শিক্ষিকার ওপর সব শিক্ষকের সামনে উত্তেজিত হন। এছাড়া তিনি পাঠদানকারী শ্রেণিকক্ষে ছাত্রদের জামাই বলে সম্বেধন করেন, যা দৃষ্টিকটূ। এছাড়াও বাদিনী বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত। বিভিন্ন  ক্লাব ও হোটেলে যান, যার প্রমাণ তাদের কাছে আছে। বিভিন্ন মহল থেকে তারা এ তথ্য পেয়েছেন। নোটিশে উল্লেখিত মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রকাশের কারণে বাদিনীর চরিত্র সম্পর্কে এলাকার লোকজন ও তার পরিবারে কাছে বাদিনীর মর্যাদা চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। যা দুই কোটি টাকার সমপরিমাণ হবে।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/আরজেড/জেবি)