‘আ.লীগ আজীবন ক্ষমতায় থাকার প্রকল্প হাতে নিয়েছে’

ব্যুরো প্রধান, সিলেট
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০১৯, ২২:১৬
ফাইল ছবি

আওয়ামী লীগ নানা ফন্দিতে আজীবন ক্ষমতায় থাকার প্রকল্প হাতে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার বিকালে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমির খসরু বলেন, ‘ক্ষমতায় টিকে থাকতে স্বৈরাচারী সরকারের মতো গুম-খুন আর নৈরাজ্য চালানো হচ্ছে দেশজুড়ে। বিএনপি নেতাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে ক্ষমতায় টিকে থাকার প্রকল্পকে পাকাপোক্ত করছে তারা।’

আ.লীগের চেয়ে দুর্বল দল বাংলাদেশে নেই মন্তব্য করে আমির খসরু বলেন, ‘তারা জনগনকে ভয় পায়। মানুষের রায়ে আস্থা নেই তাদের। ভোটের নামে প্রহসন করে তাই রাতে ও ভোটের দিনে বাক্স ভরে ক্ষমতায় গেছে।’

বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘বিএনপি গণতন্ত্র থেকে সরে দাঁড়ায়নি। দেশের মালিক জনগণ আর মানুষের মালিকানা ফিরিয়ে দিতে চায় জাতীয় ঐক্যফ্রণ্ট। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।’

আমির খসরু বলেন,‘আওয়ামী লীগের মন্ত্রীরা বিদেশি চাপে বারবার খালেদার প্যারেল মুক্তির বিষয়টি বলছেন। বিএনপি চাইলে বিষয়টি বিবেচনা করবেন তারা। কিন্তু আমরা তো খালেদা জিয়ার প্যারোলে মুক্তি চাইনি। কেন বারবার তারা একথা বলছেন। এতেই স্পষ্ট হচ্ছে খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে। এখন বিদেশি চাপে প্যারোলে মুক্তির কথা বলছেন।’

অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশে প্রহসনের ভোট হয়েছে। সরকার এখন দুর্নীতিতে লিপ্ত। রুখে দাঁড়ানোর সময় এখনো আছে, তাই মানুষকে জাগিয়ে তুলতে হবে।’

পদ্মা সেতু নির্মানে দুর্নীতি হচ্ছে বলেও দাবি করেন মান্না।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, শফি আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ প্রমুখ।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :