জয়পুরহাটে ২৪০ বস্তা সরকারি চাল জব্দ

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০১৯, ২৩:২৬

জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে বিতরণযোগ্য ২৪০ বস্তা সরকারি (ভিজিডি) চাল জব্দ করেছে প্রশাসন।

সোমবার বিকালে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদ ভবনের পাশের একটি ঘর থেকে ২৪০ বস্তা চাল জব্দ করা হয় বলে প্রশাসন দাবি করেছে।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন জানান, হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য ভিজিডি চাল সরবরাহ করে সরকার। এ চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল চুরি করা হয়েছে, স্থানীয়দের এমন অভিযোগে ওই ইউনিয়নে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। প্রতি বস্তায় ৩০ কেজি হিসেবে মোট সাত হাজার ২০০ কেজি ওজনের ভিজিডি চাল উদ্ধারসহ চুরির সাথে জড়িতদের যত শিগগির আইনের আওতার আনার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :