ফরিদপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০১৯, ১৭:৩৬

ফরিদপুরে জেলা পর্যায়ে জেন্ডার ও গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতামূলক কর্মশালা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা হয়।

এতে প্রধান অতিথি থেকে কর্মশালার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রোকসানা রহমান।

এসময় বক্তারা বলেন, গ্রাম আদালতকে সক্রিয় করতে পারলে অনেক মামলা নিষ্পত্তি হয়। এতে মানুষের ভোগান্তি লাঘব হয়। এই ক্ষেত্রে গ্রাম আদালতের সঙ্গে যারা রয়েছেন তাদের আরো সক্রিয় হওয়ার আহবান জানানো হয়।

কর্মশালায় আরো বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোবাশের হোসেন, এএসপি রবিউল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার ইসরাত জাহান তামান্না, জেলা ফ্যাসিলিটেটর আমিরুল ইসলাম খান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ এস এম আলী আহসান, গাজী রবিউল ইসলাম।

কর্মশালায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :